Sabarimala temple | শবরীমালা মন্দিরের দ্বাররক্ষকের দরজা থেকে সোনা চুরি! গ্রেফতার মন্দিরের প্রাক্তন কর্মকর্তা!

Friday, October 24 2025, 4:13 am
highlightKey Highlights

বুধবার গভীর রাতে মুরারি বাবুর চানগনাসেরির বাড়িতে অভিযান চালায় সিট। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।


২০১৯ সালে শবরীমালা মন্দিরের দ্বাররক্ষকের ৪২.৮ কিলোগ্রাম ওজনের সোনার দরজা খুলে পাঠানো হয় রক্ষণাবেক্ষণের জন্য। পরে যখন তা ফেরত পাঠানো হয় তখন সেই দরজার ওজন দাঁড়ায় ৩৮.২৫ কিলোগ্রামে। জানা যায়, শবরীমালা মন্দিরের দরজা থেকে প্রায় সাড়ে চার কেজি সোনা উধাও হয়েছে। সোনা চুরি এবং উধাও ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে হরিপাদের প্রাক্তন ডেপুটি দেবস্বম কমিশনার বি মুরারি বাবুকে সাসপেন্ড করেছিল TDB। বৃহস্পতিবার বি মুরারি বাবুকে গ্রেপ্তার করেছে SIT। প্রধান অভিযুক্ত উন্নিকৃষ্ণন পোত্তিকেও গ্রেফতার করেছে SIT।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File