Patna Hospital Shooting | পুরুলিয়ায় প্ল্যানিং, নিউটাউনের অভিজাত আবাসনে লুকিয়ে পাটনার খুনিরা! বাংলা কি ক্রিমিনালদের 'সেফ জোন'?

পাটনার হাসপাতালের আইসিইউতে ঢুকে গুলি কাণ্ডে বাংলা যোগ? নিউটাউনের সুখবৃষ্টি আবাসন থেকে পাঁচজনকে ধরপাকড়ের পর থেকে এমনই একাধিক প্রশ্নের ভিড়।
পাটনায় হাসপাতালে কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্রকে গুলি করে খুন করে তৌসিফ রাজা ওরফে বাদশা ও তাঁর সাঙ্গোপাঙ্গরা। মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে খাস কলকাতার নিউটাউনে সাপুরজির সুখবৃষ্টি আবাসন থেকে ৫ দুষ্কৃতীকে ধরলো পুলিশ। সূত্রের খবর, কমপক্ষে ছ’মাস ওই আবাসনের এম ৭০ ব্লকে ঘর ভাড়া থেকেছে দুষ্কৃতীরা। পুরুলিয়ার জেলে বসে শুটআউটের পরিকল্পনা করা হয়েছিল বলে খবর। ঘটনায় বাংলার নাম জড়াতেই প্রশ্ন উঠছে তবে কি উত্তরোত্তর দুষ্কৃতীদের গা ঢাকা দেওয়ার জায়গায় পরিণত হচ্ছে! প্রশ্ন উঠছে আবাসনের নিরাপত্তা নিয়েও।