ED | বাংলায় গত চার বছরে নানান দুর্নীতি থেকে ১১ হাজার ৫০০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি
Monday, September 23 2024, 9:04 am

ইডি'র পূর্বাঞ্চলীয় জোনে দুর্নীতির তদন্তে ১১ হাজার ৫০০ কোটি টাকা উদ্ধার হয়েছে।
বাংলায় গত ৪ বছরে ইডির ইস্টার্ন জোনে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে টাকা। জোন হিসেবে দেশের মধ্যে সর্বোচ্চ অঙ্কের সম্পত্তি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির সদর দফতরের তরফে জানানো হয়েছে, চার বছরে ১১ হাজার ৫০০ কোটি টাকা উদ্ধার হয়েছে ইস্টার্ন জোন থেকে। কেন্দ্রীয় এই এজেন্সির কাছে এটা রেকর্ড। যদিও ইস্টার্ন জোনের মধ্যে বাংলা ছাড়াও ওড়িশা, অসম, মেঘালয়, মণিপুরের মতো রাজ্য রয়েছে, তবে এই ১১ হাজার ৫০০ কোটি টাকার মধ্যে বেশিরভাগটাই উদ্ধার হয়েছে বাংলা থেকে।