স্বাস্থ্য

Blood Demand | গত অর্থবর্ষে দুনিয়া জুড়ে রক্তের চাহিদা ছিল ৬৭ মিলিয়ন ইউনিট, শুধু রক্ত নিয়েই ব্যবসা ৭ লক্ষ কোটির

Blood Demand | গত অর্থবর্ষে দুনিয়া জুড়ে রক্তের চাহিদা ছিল ৬৭ মিলিয়ন ইউনিট, শুধু রক্ত নিয়েই ব্যবসা ৭ লক্ষ কোটির
Key Highlights

ISBTর রিপোর্টে দাবি, গত অর্থবর্ষে দুনিয়া জুড়ে রক্তের চাহিদা ছিল ৬৭ মিলিয়ন ইউনিট।

গত অর্থবর্ষে দুনিয়া জুড়ে সবথেকে বেশি চাহিদা ছিল রক্তের। ISBTর রিপোর্টে দাবি, গত অর্থবর্ষে দুনিয়া জুড়ে রক্তের চাহিদা ছিল ৬৭ মিলিয়ন ইউনিট। যা গত অর্থবর্ষের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি। অথচ জোগাড় হয়েছিল মাত্র ৪৩ মিলিয়ন ইউনিট। তবে চাঞ্চল্যকর তথ্য হল, চিকিত্‍সার প্রয়োজনে রক্ত দরকার হয় ৩৩ মিলিয়ন ইউনিট। বাকিটা রক্তের একটা বড় অংশ চোরাবাজারে ও একটা অংশ সংগ্রহে চলে যায়। রিপোর্ট অনুযায়ী, গত অর্থবর্ষে শুধু রক্ত নিয়েই ৭ লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছে।