Bridges Collapsed । ১৫ দিনে ৯টি সেতু ভাঙলো বিহারে! একদিনেই ভেঙেছে ৩টি! কারণ কি বৃষ্টি?
Thursday, July 4 2024, 10:44 am
Key Highlightsগত ১৫ দিনে ৯ সেতু ভেঙে পড়ল বিহারে। বুধবার একসঙ্গে ৩টি সেতু ভেঙে পড়েছে। গতকাল সরণ ও সিওয়ান জেলায় ৩টি সেতু ভেঙেছে।
গত ১৫ দিনে ৯ সেতু ভেঙে পড়ল বিহারে। বুধবার একসঙ্গে ৩টি সেতু ভেঙে পড়েছে। গতকাল সরণ ও সিওয়ান জেলায় যে ৩টি সেতু ভেঙেছে, সেগুলি প্রায় ৩০-৮০ বছর আগে স্থানীয় কর্তৃপক্ষরাই তৈরি করেছিল। মনে করা হচ্ছে, অতিরিক্ত বৃষ্টির জেরেই এই সেতুগুলি ভেঙে পড়ছে। তবে ঠিক কী কারণে এতগুলি সেতু ভেঙে পড়ছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিহারের সড়ক নির্মাণ ও গ্রামীণ কাজ দফতরকে রাজ্যের পুরনো সেতুগুলোর স্বাস্থ্য সমীক্ষার নির্দেশ দিয়েছেন।

