Jan Aushadhi | ১১বছরে সাশ্রয় আম জনতার ৩৮ হাজার কোটি টাকা, জানেন জন ঔষুধী আউটলেটে কী কী পাওয়া যায়?

বিগত ১১বছরে ওষুধ ক্রয়ের ক্ষেত্রে আম জনতার ৩৮ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে জন ঔষুধী আউটলেট।
বিগত ১১বছরে ওষুধ ক্রয়ের ক্ষেত্রে আম জনতার ৩৮ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে জন ঔষুধী আউটলেট। রাজ্যসভায় কেন্দ্রীয় কেমিক্যাল ও ফার্টিলাইজার্স প্রতি মন্ত্রী অনুপ্রিয়া পটেল জানান, স্বাস্থ্যখাতে ২০১৪ সাল থেকে ২০১৫ সালে খরচ হত ৬২.৬ শতাংশ। তবে ২০২১ সাল থেকে ২০২২ সালে তা কমে ৩৯.৪ শতাংশে নেমে দাঁড়িয়েছে। উল্লেখ্য, জন ঔষুধী কেন্দ্রের আউটলেটগুলিতে ২১১০টিরও বেশি ওষুধ ও ৩১৫ ধরনের সার্জিকাল সামগ্রী সহ বিভিন্ন মেডিক্যাল ডিভাইসও পাওয়া যায় বাজারে ব্রান্ডেড পণ্যের তুলনায় ৫০ থেকে ৮০ শতাংশ সস্তায়।
- Related topics -
- দেশ
- ভারত
- ওষুধ
- স্বাস্থ্য
- কেন্দ্রীয় সরকার