R G Kar | আরজিকর ঘটনায় নির্যাতিতার মৃতদেহের আঘাতগুলি নিয়ে ধোঁয়াশা,ধর্ষণ খুনের আগে হয়েছিল না পরে?
Sunday, September 29 2024, 12:25 pm
Key Highlightsআরজি কর কাণ্ডে ময়নাতদন্তে গাফিলতির অভিযোগ, সিবিআই সন্দেহে ভারি।
তিলোত্তমার ধর্ষণ কখন হয়েছিল তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হল, সিবিআই এখনও সঠিক ভাবে জানে না যে নির্যাতিতার ধর্ষণ খুনের আগে হয়েছিল কি পরে।নির্যাতিতার মৃতদেহের আঘাতগুলি নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে সিবিআই সূত্রে খবর। রিপোর্টের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট দেখার পর তদন্তকারীরা মনে করছেন, হতে পারে খুন অন্য কেউ করে থাকতে পারে।
- Related topics -
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- ক্রাইম
- সিবিআই

