Suri | আদিবাসী প্রৌঢ়াকে জঙ্গলের মধ্যে গণধর্ষণ, থেঁতলে দেওয়া হলো মুখ! আতঙ্ক সিউড়িতে
Monday, November 3 2025, 6:33 am
Key Highlightsসেদিন প্রার্থনা শেষে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধা। চারজন লোক তাঁকে তুলে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
এক আদিবাসী পৌঢ়াকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়িতে। অভিযোগ, সেদিন প্রার্থনা শেষে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধা। চারজন লোক তাঁকে তুলে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। নির্যাতিতার পরিবারের সদস্যদের দাবি, আর্তচিৎকার শুনে জঙ্গলের ভিতর বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে নির্যাতিতাকে উদ্ধার করেন তাঁরা। অচৈতন্য অবস্থায় তাঁকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তাঁর মুখ ক্ষতবিক্ষত ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সিউড়িতে পুলিশ এবং বিরোধী দলের মতভেদ সামনে এসেছে।

