Sabarimala temple | শবরীমালা মন্দিরের সোনা চুরির ঘটনায় গ্রেপ্তার বোর্ডের আরেক আধিকারিক!

Saturday, November 1 2025, 5:24 pm
highlightKey Highlights

শবরীমালা মন্দিরের সোনা চুরির মামলার তদন্তে নেমে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ।


২০১৯ সালে শবরীমালা মন্দিরের দ্বাররক্ষকের সোনার দরজা খুলে রক্ষণাবেক্ষণের জন্য পাঠানো হয়। পরে যখন তা ফেরত পাঠানো হয় জানা যায়, শবরীমালা মন্দিরের দরজা থেকে প্রায় সাড়ে চার কেজি সোনা উধাও হয়েছে। এ ঘটনায় আগেই প্রধান অভিযুক্ত উন্নিকৃষ্ণন পোত্তিকে গ্রেফতার করেছিল SIT। এবার এ ঘটনায় শবরীমালার ত্রাবাঙ্কোর দেবস্বম বোর্ডের (টিডিবি) প্রাক্তন কর্তা সুধীশ কুমারকে হেফাজতে নিয়েছে বিশেষ তদন্তকারী দল। সূত্রের খবর, চুরির ঘটনায় মূল অভিযুক্ত তথা স্পনসর উন্নিকৃষ্ণন পট্টিকে নিয়োগ করেছিলেন সুধীশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File