Rampurhat | রামপুরহাট হত্যাকাণ্ডে নয়া মোড়, ছাত্রীর সঙ্গে একত্রবাসের পরই আইনজীবীর কাছে গিয়েছিল অভিযুক্ত
Sunday, September 21 2025, 4:05 pm

নিখোঁজ হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন করেছিল, কোনওভাবে নাবালিকার পচাগলা দেহ উদ্ধার হলে কী পদক্ষেপ করবে পুলিশ? ফেঁসে যেতে পারে কি সে?
রামপুরহাট হত্যাকাণ্ডে ঘনাচ্ছে রহস্য। রামপুরহাটের আইনজীবী সূত্রে খবর, গত ৩০ আগস্ট বাড়ির ১০০ মিটার দূরে নাকি ছাত্রীকে ছেড়ে আসে অভিযুক্ত মনোজ। তারপরই প্রথমে হাই কোর্টের এক আইনজীবীর এবং পরে তাঁর পরামর্শে বীরভূমের ওই আইনজীবীর দ্বারস্থ হয় মনোজ। ওই আইনজীবীর কাছে সে বারবার জানতে চায় যে কোনো কারণে ছাত্রীর মৃত্যু হলে, পচাগলা দেহ উদ্ধার করে কোন পদ্ধতিতে তদন্ত করতে পারে পুলিশ। অর্থাৎ খুনের পর নিজেকে কীভাবে বাঁচাবে সেই চেষ্টা শুরু করে মনোজ।
- Related topics -
- রাজ্য
- বীরভূম
- রামপুরহাট কাণ্ড
- খুন
- মৃত্যু