Rajasthan School Collapse | টানা বৃষ্টির জের, হুড়মুড়িয়ে ভেঙে পড়লো স্কুলবাড়ি! রাজস্থানে মৃত ৪ পড়ুয়া

টানা বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা বিজেপি শাসিত রাজস্থানে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ। ঘটনাস্থলেই মৃত্যু ৪ পড়ুয়ার।
গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাত হচ্ছিলো রাজস্থানে। শুক্রবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টির জেরে রাজস্থানের ঝালাওয়ারে পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেসময় স্কুলে ৬০ থেকে ৭০ জন পড়ুয়া ক্লাস করছিল। স্থানীয় সূত্রে খবর, আচমকা ছাদ ভেঙে পড়ায় চাপা পড়ে মৃত্যু হয় ৪ পড়ুয়ার। আহত অন্তত ১৭। দ্রুত উদ্ধারকার্য শুরু করে স্থানীয়রা এবং স্কুলের শিক্ষকরা। দমকলবাহিনীর সহায়তায় উদ্ধারকার্য এখনও চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, স্কুলটি জরাজীর্ণ হওয়ায় দুর্ঘটনা ঘটেছে।
- Related topics -
- দেশ
- রাজস্থান
- সরকারি স্কুল
- স্কুল
- শিশু মৃত্যু
- মৃত্যু
- আহত