Rajasthan | খাস ভারতে মিললো ২ কোটি বছর পুরোনো 'ডায়নোসরের ফসিল'! হুলুস্থুলু জয়সলমীরে

রাজস্থানের জয়সলমীরে সপ্তাহখানেক আগে পাওয়া গিয়েছে এক বিশেষ প্রজাতির ডায়নোসরের ফসিল বা জীবাশ্ম।
রাজস্থানের জয়সলমীরে মিললো এক বিশেষ প্রজাতির ডায়নোসরের ফসিল বা জীবাশ্ম। প্রাগৈতিহাসিক যুগের এই সরীসৃপের নাম ফাইটোসর (Phytosaur)। জয়সলমীর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে মেঘা গ্রামের কাছে একটি হ্রদের পাশে খোঁড়াখুঁড়ি করছিলেন স্থানীয়রা। সেখানেই প্রায় দুই মিটার লম্বা এই জীবাশ্মটি পাওয়া যায়। জেলা প্রশাসন এবং প্রত্নতত্ত্ব বিভাগকে খবর দেওয়া হয়। অধ্যাপক এবং অভিজ্ঞ জীবাশ্মবিদ ভিএস পরিহার জানিয়েছেন এটি জুরাসিক যুগের একটি ফাইটোসরের জীবাশ্ম। তাঁর মতে জীবাশ্মটি অন্তত ২ কোটি বছরের পুরনো।