Rajasthan | টানা বৃষ্টির জেরে ধসে পড়লো জয়পুরের ঐতিহাসিক আমের দুর্গের ২০০ ফুটের দেওয়াল!

Saturday, August 23 2025, 5:02 pm
Rajasthan | টানা বৃষ্টির জেরে ধসে পড়লো জয়পুরের ঐতিহাসিক আমের দুর্গের ২০০ ফুটের দেওয়াল!
highlightKey Highlights

রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক আমের দুর্গের দেওয়াল ধসে পড়ল শনিবার।


 টানা বৃষ্টিতে জেরবার দেশ। বানভাসি দিল্লি, মুম্বই, কলকাতার বিস্তীর্ণ এলাকা। এবার টানা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হলো রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক আমের দুর্গ। পিটিআই সূত্রের খবর, ধসের ফলে আমের দুর্গের অন্তত ২০০ ফুটের দেওয়াল ভেঙে পড়ে গিয়েছে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুর্গের দেওয়াল। ২০১৩ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় রয়েছে এই ১৬ শতকের স্থাপত্য। জয়পুরের কচ্ছওয়া রাজপুত গোষ্ঠীর রাজার বাসভবন ছিল এটি। রাজপুতানার মূলকেন্দ্র আমের রাজ্যের অধীনে ছিল এই দুর্গ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File