Railway Station | স্টেশনে স্টেশনে বাজছে 'ভোজপুরি গান', চাপা পড়ে যাচ্ছে রেলের ঘোষণা, ক্ষুদ্ধ যাত্রীরা
Sunday, October 26 2025, 3:51 am
Key Highlightsযাত্রীদের প্রশ্ন, অতীতে তো কখনও দেখিনি এভাবে স্টেশনের মধ্যে মাইকে ভোজপুরি গান বাজাতে!
সোমবার ছট। সেই উপলক্ষে হাওড়া, শেওড়াফুলি, আসানসোল স্টেশনে স্টেশনে বাজছে ছটের ভোজপুরি গান। বড়ো টিভিতেও দেখানো হচ্ছে ছটের নাচ-গান। আর এর জেরেই রেলের ঘোষণাও শুনতে পাচ্ছেন না, অভিযোগ যাত্রীদের। ধীরে ধীরে রেলে বাংলার সংস্কৃতি তুলে দিয়ে বিহারের সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, ‘‘ছট উপলক্ষে বিভিন্ন স্টেশনে মাইকে ভোজপুরি গান চলছে। এটা বাংলায় বিহারের সংস্কৃতির আমদানি করা হচ্ছে। কালীপুজোয় তো শ্যামাসঙ্গীত বা দুর্গাপুজোয় মহিষাসুরমর্দিনী বাজাতে শোনা যায় না।’’
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- রেল মন্ত্রক
- রেলওয়ে অফিসার
- রেলমন্ত্রী
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল পরিষেবা
- রেলওয়ে
- ভারতীয় রেলওয়ে
- হাওড়া স্টেশন
- শিয়ালদহ স্টেশন
- মাঝেরহাট স্টেশন

