Operation Akhal | জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গির সংঘর্ষ! নিহত দুই সেনা জওয়ান, নিকেশ ১০ জঙ্গি!
Saturday, August 9 2025, 4:15 pm

১ অগস্ট থেকে উপত্যকা জুড়ে চলছে অপারেশন অখাল। সেই অভিযানেই কুলগামে সেনা জঙ্গি সংঘর্ষে নিহত দুই সেনা জওয়ান।
১ অগস্ট থেকে উপত্যকা জুড়ে চলছে অপারেশন অখাল। সেই অভিযানেই কুলগামে সেনা জঙ্গি সংঘর্ষে নিহত দুই সেনা জওয়ান। আহত মোট ১০ জন জওয়ান। তবে এই সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জঙ্গিরও। সেনা সূত্রে খবর, গোয়েন্দা সূত্রে জানা গিয়েছিলো যে, দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন অংশে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। এরপরই জঙ্গি দমন অভিযান শুরু হয়। গতকাল প্রায় সারা রাত ধরে গুলির লড়াই চলে অখালে। জানা গিয়েছে, এখনও অখালের গভীর জঙ্গলে কমপক্ষে তিন জঙ্গি লুকিয়ে রয়েছে। এরা সকলেই লস্কর ই তৈবার প্রশিক্ষণপ্রাপ্ত।