Odisha Para-Athlete | ওড়িশায় কুকুরের কামড়ে মৃত্যু হলো জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট যোগেন্দ্র ছত্রিয়ার!
Sunday, August 10 2025, 4:47 pm
Key Highlightsওড়িশায় কুকুরের কামড়ে মৃত্যু হল জাতীয় স্তরের প্যারা-অ্যাথলিট যোগেন্দ্র ছত্রিয়ার।
ওড়িশায় মর্মান্তিক মৃত্যু হলো জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট যোগেন্দ্র ছত্রিয়ার। সূত্রের খবর, যোগেন্দ্র ওড়িশার বোলাঙ্গির জেলার বাসিন্দা। সেদিন বেশ কয়েকজনের সঙ্গে রাস্তায় হাঁটছিলেন তিনি। সে সময় একটি কুকুর অ্যাথলিট সহ ছ’জনকে কামড়ায়। আহতদের প্রথমে বোলাঙ্গির জেলা সদর হাসপাতালে তারপর বুরলাতে স্থানান্তরিত করা হয়। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে চারজন সুস্থ হয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে প্যারা অ্যাথলিট যোগেন্দ্র ছত্রিয়া (৩৩) এবং হৃষিকেশ রানার (৪৮)।

