Odisha Gang-rape | ওড়িশায় কাজ সেরে ফেরার পথে তরুণীকে অজ্ঞান করে গণধর্ষণ! প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা

নির্যাতিতার চোখেমুখে স্প্রে করে কার্যত অচৈতন্য অবস্থায় গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
কদিন আগেই আদিবাসী দুই কিশোরীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল হয়েছিল ওড়িশার ময়ূরভঞ্জ। ফের সেরাজ্যে গণধর্ষণের শিকার হলেন এক তরুণী। পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। রাস্তায় তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই তরুণীর চোখেমুখে কিছু একটা স্প্রে করে দেয়। তরুণী সংজ্ঞা হারালে রাস্তার ধারে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করে চম্পট দেয় অভিযুক্তরা। নির্যাতিতার অভিযোগ, সবার মুখ কাপড়ে ঢাকা ছিল। এ ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর একজনের খোঁজে তল্লাশি চলছে।
