Bihar Fire | বিহারের মুজফফরপুরে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত ৫, নিখোঁজ আরও ১৫!
Wednesday, April 16 2025, 4:19 pm

ভয়াবহ দুর্ঘটনা বিহারের মুজফফরপুরে। একের পর এক বাড়িতে অগ্নিকাণ্ডের জেরে চার শিশু-সহ মৃত্যু হল ৫ জনের। ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ বলে জানা গিয়েছে।
বিহারে আগুন লাগার ঘটনায় চার শিশু সহ মৃত্যু হলো ৫ জনের। স্থানীয় সূত্রে খবর, বুধবার মুজফফরপুরের সাকরা ব্লক এলাকার রামপুরমণি গ্রামে ঘটনাটি ঘটেছে। ওদিন গোলক পাসওয়ান নামে এক ব্যক্তির বাড়িতে শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় হওয়ায় আশেপাশের অন্তত ৫০টি বাড়িতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বাড়িতে আটকা পরে মৃত্যু হয় চার শিশু এবং এক ব্যক্তির। মৃত চার শিশুর বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে। দুর্ঘটনার পর থেকে আরও ১৫ জন নিখোঁজ রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, দমকল দেরিতে আসায় দুর্ঘটনাগুলি ঘটেছে।
- Related topics -
- দেশ
- বিহার
- অগ্নিকান্ড
- শিশু মৃত্যু
- মৃত্যু
- শিশুমৃত্যু
- আহত
- নিহত
- ভারত