Manipur Violence | ফের মণিপুরে হিংসা, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিতে মৃত্যু ৫ বিচ্ছিন্নতাবাদীর
Wednesday, July 23 2025, 5:55 am
Key Highlightsমঙ্গলবার রাজ্যের নোনি জেলায় কুকি সম্প্রদায়ের দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হল ৫ বিচ্ছিন্নতাবাদীর।
মেতেই এবং কুকি জো সম্প্রদায়ের সদস্যদের মধ্যে জাতিগত হিংসায় ফের উত্তপ্ত মণিপুর। মঙ্গলবার রাজ্যের নোনি জেলায় কুকি সম্প্রদায়ের দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ গুলির লড়াই চলেছে। গুলির লড়াই চলেছে জেলা সদর দপ্তর নুংবা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে দেইভেংজাং গ্রামের জঙ্গলে। এই সংঘর্ষে মৃত্যু হয়েছে ৫ বিচ্ছিন্নতাবাদীর। মৃত ৫ যুবক কুকি ন্যাশনাল আর্মির শাখা চিন কুকি মিজো আর্মির (CKMA) সদস্য। প্রাথমিক অনুমান, ভারত মায়ানমার সীমান্তের আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে বিবাদের জেরেই সংঘর্ষ হয়েছে। সেনা নামানো হয়েছে এলাকায়।
- Related topics -
- দেশ
- মনিপুর
- মনিপুর জনজাতি সংঘর্ষ
- গোষ্ঠীবিরোধ
- মৃত্যু
- নিহত

