Malegaon Blast Case | প্রমানের অভাব! মালেগাঁও বিস্ফোরণে প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা-সহ ৭ অভিযুক্তই বেকসুর খালাস

সব অভিযুক্তকে বেকসুর খালাস বলে ঘোষণা করলেন মুম্বইয়ের বিশেষ আদালতের বিচারক এ কে লাহোটি।
১৭ বছর পর মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর সহ ৭ অভিযুক্তকেই বেকসুর খালাস ঘোষণা করল এনআইএ বিশেষ আদালত। বৃহস্পতিবার বিচারক এ কে লাহোটি জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে যুক্তিসঙ্গত প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে সরকার পক্ষ। আদালত জানিয়েছে, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিতের বিরুদ্ধে বোম বানানোর কোনও প্রমাণ মেলেনি। বিজেপির প্রাক্তন সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের বাইকেই বোমাটি রাখা হয়েছিল তার কোনও প্রমাণও মেলেনি। আদালত জানিয়েছে, ‘ শুধু সন্দেহের বশে মামলা চালিয়ে নিয়ে যাওয়া যায় না।’