রাজ্য

Malda | স্কুল কতৃপক্ষের অত্যাচারে মৃত্যু সন্তানের, ৩ দিন ফ্রিজারে মৃতদেহ, সুবিচার না পাওয়া অবধি দেহ সৎকার নয়- জানালো পরিবার

Malda | স্কুল কতৃপক্ষের অত্যাচারে মৃত্যু সন্তানের, ৩ দিন ফ্রিজারে মৃতদেহ, সুবিচার না পাওয়া অবধি দেহ সৎকার নয়- জানালো পরিবার
Key Highlights

ময়নাতদন্তের পরও তিনদিন বাড়িতেই ফ্রিজার বানিয়ে দেহ সংরক্ষণ বাবা-মায়ের। সুবিচার না মিললে দেহ সৎকার নয় বলে জানিয়েছেন তাঁরা।

মালদহে হাড়হিম কান্ড। ময়নাতদন্তের পরও ফ্রিজারে সংরক্ষণ ছেলের দেহ! ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকে। মৃত নাবালকের নাম শ্রীকান্ত মণ্ডল। শ্রীকান্ত একটি বেসরকারি আবাসিক হস্টলের অষ্টম শ্রেণিতে পড়তো। দিনকয়েক আগে হোস্টেলে রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়ে। সৎকার না করে বাড়িতেই দেহ সংরক্ষণ করে রাখেন নাবালকের মা বাবা। পরিবারের দাবি, স্কুল কর্তৃপক্ষের অত্যাচারেই মৃত্যুর হয়েছে তাঁদের ছেলের। সুবিচার না পাওয়া পর্যন্ত দেহ সৎকার করবেন না তাঁরা। তদন্ত শুরু করেছে পুলিশ।