Maharashtra | মহারাষ্ট্রে আত্মসমর্পণ ৬ কোটির বেণুগোপালের! ৬০ কমরেডকে নিয়ে পুলিশের কাছে কিষেনজির ভাই
Wednesday, October 15 2025, 3:56 am

মহারাষ্ট্রে আত্মসমর্পণ করলেন নিহত মাওবাদী নেতার ভাই মাল্লোজুলা বেণুগোপাল রাও ওরফে ভূপতি ওরফে সোনু দাদা।
২০১১ সালে পশ্চিমবঙ্গে এক এনকাউন্টারে ছত্তিশগড়ের মাওবাদী নেতা কিষেণজি নিহত হন। এরপর থেকেই দলে সক্রিয় হয়ে ওঠেন তাঁর স্ত্রী সুজাতা। মাসখানেক আগে মহারাষ্ট্র পুলিশের কাছে আত্মসমর্পণ করেন সুজাতা। এবার ৬০ জন কমরেডকে নিয়ে মহারাষ্ট্রে আত্মসমর্পণ করলেন নিহত মাওবাদী নেতার ভাই মাল্লোজুলা বেণুগোপাল রাও ওরফে ভূপতি ওরফে সোনু দাদা। এই ৬৯ বছরের মাও নেতার মাথার দাম ছিল ৬ কোটি টাকা। পুলিশের দাবি, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, ছত্তিশগড়ের বহু মাওবাদী হামলার আসল ‘চাঁই’ এই মাও নেতা।
- Related topics -
- দেশ
- মাওবাদী
- মাওবাদী হামলা
- মহারাষ্ট্র সরকার
- মহারাষ্ট্র
- মহারাষ্ট্র পুলিশ