Madhya Pradesh | তীব্র গতিতে ট্রাক এসে পিষে দিল কানওয়ার যাত্রীদের, মধ্যপ্রদেশে মৃত ১ পুণ্যার্থী, আহত আরও ৬
Thursday, July 31 2025, 4:47 am

তীব্র গতিতে ছুটে আসা ট্রাক পিষে দিল কানওয়ার যাত্রীদের। এই ঘটনায় এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।
মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাক পিষে দিলো পুণ্যার্থীদের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। ইন্দোরের ডিএসপি উমাকান্ত চৌধুরী জানিয়েছেন, বুধবার রাতে ইন্দোর জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে তীব্র গতিতে ছুটে আসা ট্রাক পায়ে হেঁটে উজ্জয়নের উদ্দেশ্যে যাত্রা করা কানওয়ার যাত্রীদের পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আদর্শ রাঠোর নামের এক পুণ্যার্থীর। আহত হন আরও ৬ জন। আহতদের মহারাজা যশবন্তরাও সরকারি হাসপাতাল ভর্তি করা হয়েছে। এক পুণ্যার্থীর অবস্থা আশঙ্কাজনক। ট্রাকচালক পলাতক। তল্লাশিতে নেমেছে পুলিশ।
- Related topics -
- দেশ
- মধ্যপ্রদেশ
- পথদুর্ঘটনা
- গাড়ি দুর্ঘটনা
- মৃত্যু
- আহত
- নিহত