Parliament on Op Sindoor | আগামিকাল সংসদে হতে চলেছে ১৬ ঘণ্টার আলোচনা পর্ব! বিষয়: অপারেশন সিঁদুর

Sunday, July 27 2025, 5:51 pm
Parliament on Op Sindoor | আগামিকাল সংসদে হতে চলেছে ১৬ ঘণ্টার আলোচনা পর্ব! বিষয়: অপারেশন সিঁদুর
highlightKey Highlights

সম্প্রতি সংসদে বিজনেস অ্যাভাইসরি কমিটির বৈঠকে কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জন্য ১৬ ঘণ্টা ধার্য করা হয়েছে।


আগামীকাল পার্লামেন্টে ১৬ ঘণ্টার আলোচনা পর্ব বসতে চলেছে। সম্প্রতি সংসদে বিজনেস অ্যাভাইসরি কমিটির বৈঠকে কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জন্য ১৬ ঘণ্টা ধার্য করা হয়েছে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার লোকসভায় শুরু হবে এই বিশেষ বাদল অধিবেশন। মঙ্গলবার রাজ্যসভায় বসবে এ বিষয়ে আলোচনা পর্ব। অবশেষে পহেলগাঁও সন্ত্রাস হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে শাসক শিবির। খুশি বিরোধীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File