রাজ্য

Krishnanagar | কৃষ্ণনগরের তরুণী খুনে নয়া মোড়, প্রেমিক একা নয়, পরিবারের অনেকে যুক্ত খুন-অপহরণে!

Krishnanagar | কৃষ্ণনগরের তরুণী খুনে নয়া মোড়, প্রেমিক একা নয়, পরিবারের অনেকে যুক্ত খুন-অপহরণে!
Key Highlights

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দেশরাজের অপরাধে হাতেখড়ি নিজের বাড়িতেই। পরিবারের একাধিক সদস্যের রয়েছে অপরাধযোগ।

গত ২৬ অগস্ট দুপুর দুটো নাগাদ কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে ঈশিতা মল্লিকের বাড়িতে ঢুকে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায় দেশরাজ। ঘটনার পর তিনদিন কেটে গেলেও অধরা অভিযুক্ত দেশরাজ সিং। পুলিশ এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দেশরাজের অপরাধে হাতেখড়ি নিজের বাড়িতেই। তাঁর পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে উত্তরপ্রদেশে খুন, অপহরণ সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। পুলিশের অনুমান, ঘটনায় যুক্ত অভিযুক্ত দেশরাজের খুড়তুতো ভাই নীতিন প্রতাপ সিংও। সে দেশরাজকে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র দেয়।