শহর কলকাতা

Kolkata Flood Situation | সোনারপুরে জমা জল সরাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো পুরসভার এক অস্থায়ী কর্মীর

Kolkata Flood Situation | সোনারপুরে জমা জল সরাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো পুরসভার এক অস্থায়ী কর্মীর
Key Highlights

জমা জল নামাতে গিয়ে মৃত্যু হল রাজপুর সোনারপুর পুরসভার এক অস্থায়ী কর্মীর।

জলমগ্ন কলকাতা সহ দক্ষিণের জেলাগুলি। নেতাজিনগর থেকে কালিকাপুর, বালিগঞ্জ প্লেস, বেনিয়াপুকুর, একাধিক জায়গায় জল-বিদ্যুৎ কেড়েছে ৯ প্রাণ। এবার জলের কারণে মর্মান্তিক মৃত্যু হলো পুরসভার এক অস্থায়ী কর্মীর। ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মিলন পল্লীতে। মৃতের নাম জয়ন্ত ঘোষ। ওই ব্যক্তি এদিন নিজে থেকেই জল সরাতে গিয়েছিলেন। অনেক্ষন বাড়ি না ফেরায় প্রতিবেশীরা তাঁর খোঁজ শুরু করলে ড্রেনের পাশে তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ড্রেনের নোংরা জলে শ্বাসরোধ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।