Taratala Flyover | শারীরিক পরীক্ষার জন্যে ৪ দিন বন্ধ থাকবে তারাতলা ফ্লাইওভার! বিকল্প রুটের সন্ধান দিলো পুলিশ

Friday, December 12 2025, 5:25 pm
highlightKey Highlights

পূর্ত দপ্তর তারাতলা ফ্লাইওভারে তিনটি স্প্যানের (উভয় ক্যারেজওয়েতে) লোড টেস্ট পরীক্ষা করবে।


কলকাতা পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, তারাতলা ফ্লাইওভারের শারীরিক পরীক্ষা করা হবে। সে জন্যে শনিবার, ১৩ ডিসেম্বর দুপুর সাড়ে ৩টে থেকে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৫৬ ঘণ্টারও বেশি সময় ধরে ব্রিজে যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশ যাত্রীদের তারাতলা ক্রসিং এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। উত্তরমুখী যানবাহনগুলি করুণাময়ী সেতু অথবা ব্রায়ান রায় রোড ধরে এবং দক্ষিণমুখী যানবাহনগুলি দুর্গাপুর সেতু অথবা হাইড রোড অথবা নলিনী ধরে যাতায়াত করতে পারবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File