Kolkata | সাতসকালে বিদ্যাসাগর সেতুতে আগুনে ছাই যাত্রীবাহী বাস! যানজটে নাকাল জনগণ

সেতুর উপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। দ্রুত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
বুধবার সকাল ৭টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে একটি বেসরকারি বাসে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। আগ্গুন ছড়িয়ে পড়ার আগেই চালক, কন্ডাক্টর সহ যাত্রীদের দ্রুত নামিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন এবং হেস্টিংস থানার পুলিশ। প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। হতাহতের খবর নেই। প্রাথমিক তদন্তে অনুমান, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। অগ্নিকাণ্ডের জেরে প্রায় পৌনে এক ঘণ্টা সেতুতে হাওড়া থেকে কলকাতাগামী যানবাহন আটকে পড়ে।
