শহর কলকাতা

Kolkata House Collapse | রাতভর বৃষ্টির জের, খাস কলকাতায় ভেঙে পড়লো বসতবাড়ি!

Kolkata House Collapse | রাতভর বৃষ্টির জের, খাস কলকাতায় ভেঙে পড়লো বসতবাড়ি!
Key Highlights

রাতভর লাগাতার বৃষ্টি শহর কলকাতায়। তার জেরে খাস কলকাতায় ভাঙল দু’টি বাড়ির একাংশ।

দফায় দফায় বৃষ্টির জেরে নাজেহাল মহানগরী। গতরাতে লাগাতার বৃষ্টির জেরে খাস কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে দু’টি বাড়ির একাংশ। শুক্রের সকালে বৃষ্টির জেরে বউবাজারের একটি পুরনো বাড়ির কিছু অংশ ফুটপাতে থাকা একটি ছোট দোকানের উপর ভেঙে পড়ে। তাতে দোকানটি ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে, গিরিশ পার্কে অবস্থিত ১টি বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়েছে। কেউ আহত হয়নি। তবে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে পুলিশ। টানা বৃষ্টিতে ফোর্ট উইলিয়াম সংলগ্ন ময়দানের কাছে ১টি গাছ উপড়ে পড়েছে।