Kolkata | শনিতে মুচিপাড়ায় চলেছিল গুলি, মঙ্গলে বাবুঘাট থেকে গ্রেপ্তার ২ দুষ্কৃতী! উদ্ধার দেশীয় অস্ত্র
Tuesday, September 2 2025, 7:34 am
Key Highlightsপুজোর মরশুমে শহরে বড়সড় কোনও নাশকতার ছক ছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।
শনিবার রাতে মুচিপাড়ার যৌনপল্লি থেকে বেরিয়ে রাস্তায় দুর্ঘটনা ঘটায় একটি গাড়ি। এলাকার বাসিন্দারা তাঁদের তাড়া করে। কিছুক্ষন পর বদলা নিতে দুই যুবক প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের কাছে এসে শূন্যে চার রাউন্ড গুলি চালায়। এঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বাবুঘাট বাসস্ট্যান্ডে হানা দেয় ময়দান থানার পুলিশ। দেশীয় পদ্ধতিতে তৈরি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করা হয়। তাদের নাম আয়ুষ ঝা, পীযূষ গুপ্তা। জানা গিয়েছে, তাঁরা অস্ত্র বেঁচার জন্যে কলকাতায় এসেছিল।
- Related topics -
- শহর কলকাতা
- দুষ্কৃতী হামলা
- কলকাতা পুলিশ
- গ্রেফতার
- গুলি বর্ষণ
- অস্ত্র রপ্তানি
- অস্ত্র পাচার
- অস্ত্র উদ্ধার

