Kerala | আতসবাজি ফেটে ভয়াবহ দুর্ঘটনা ফুটবল মাঠে, কেরালায় আহত ৩০ জন দর্শক

Wednesday, February 19 2025, 5:45 am
highlightKey Highlights

ফুটবল মাঠে ভয়ংকর দুর্ঘটনা। আচমকা আতসবাজি ফেটে আহত হলেন অন্তত ৩০ জন দর্শক। ঘটনায় ছড়ায় তীব্র চাঞ্চল্য।


কেরলের মালাপ্পুরমের ফুটবল মাঠে ম্যাচ শুরুর আগেই বিপত্তি। আরেকোড় পুলিশ সূত্রে খবর, সোমবার ওই মাঠে ম্যাচ শুরুর আগে আতসবাজি ফাটানো হয়। আচমকা আতসবাজির আগুনের ফুলকি গ্যালারির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। মুহূর্তে গ্যালারিতে থাকা দর্শকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রাণের ভয়ে তাঁরা একসাথে মাঠ থেকে বেরোনোর চেষ্টা করতেই পদপিষ্টের পরিস্থিতি তৈরী হয়। এ ঘটনায় ৩০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File