Jodhpur Accident | ভারতমালা এক্সপ্রেসওয়েতে ট্রাকে ধাক্কা খেলো পুণ্যার্থীদের টেম্পো, ঘটনাস্থলে মৃত ১৮
Sunday, November 2 2025, 4:20 pm
Key Highlightsমন্দিরে দর্শন করে ফেরার পথে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয় পুণ্যার্থীদের টেম্পো।
রাজস্থানের যোধপুরে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন পুণ্যার্থীদের টেম্পো। সূত্রের খবর, পুণ্যার্থীরা দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে অবস্থিত কোলায়েত মন্দিরে গিয়েছিলেন দর্শনের জন্য। রবিবার রাতে সেখান থেকে টেম্পোতে করে ফিরছিলেন তাঁরা। ভারতমালা এক্সপ্রেসওয়েতে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয় টেম্পোটি। প্রবল সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় দু'টি গাড়িই। এই দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত আরও তিন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, নিহতরা প্রত্যেকেই যোধপুরের ফালোদি এলাকার বাসিন্দা।
- Related topics -
- দেশ
- রাজস্থান
- পথদুর্ঘটনা
- গাড়ি দুর্ঘটনা
- অস্বাভাবিক মৃত্যু
- মৃত্যু
- মন্দির

