Jhargram | সহস্রকণ্ঠে গীতাপাঠ, কলেজের কাছে ৪০ হাজার টাকা চাঁদা চাইলো হিন্দু সম্মেলন!

Sunday, January 18 2026, 4:28 am
Jhargram | সহস্রকণ্ঠে গীতাপাঠ, কলেজের কাছে ৪০ হাজার টাকা চাঁদা চাইলো হিন্দু সম্মেলন!
highlightKey Highlights

হিন্দু সম্মেলন ও সহস্র গীতাপাঠের অনুষ্ঠান উপলক্ষ্যে নিকটবর্তী কলেজের কাছে ৪০ হাজার টাকা চাঁদা চাওয়ার অভিযোগ উঠল ওই সংগঠনের বিরুদ্ধে।


১৬ জানুয়ারি সনাতনী ঐক্য মঞ্চ নামে সংগঠনের তরফে ঝাড়গ্রামের মানিকপাড়া শতবার্ষিকী মহাবিদ্যালয়ের কাছে হিন্দু সম্মেলন ও সহস্র গীতাপাঠের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে নিকটবর্তী কলেজের কাছে ৪০ হাজার টাকা চাঁদা চাওয়ার অভিযোগ উঠল ওই সংগঠনের বিরুদ্ধে। কলেজ পরিচালন কমিটির সভাপতি তথা মন্ত্রী বিরবাহা হাঁসদা সাফ জানিয়েছেন, “কলেজ হল পঠনপাঠনের জায়গা। জঙ্গলমহল এলাকার বহু মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারের কষ্টার্জিত অর্থে ছেলেমেয়েরা লেখাপড়া করে। তাঁদের টাকা নষ্ট হতে দেব না। আর কলেজ পড়াশোনার জায়গা, চাঁদা দেওয়ার নয়।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File