Jammu and Kashmir | ভারী বৃষ্টির জেরে নামলো ধস, বৈষ্ণোদেবীর পথে মৃত্যু ৯ পুণ্যার্থীর, আহত আরও ১৪

জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টির জেরে ভয়াবহ বিপর্যয়। বিভিন্ন জায়গায় মৃত্যু হয়েছে ৯ জনের।
সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কাঠুয়া, ডোডা, জম্মু, সাম্বা, রামবান এবং কিস্তওয়ার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর। মঙ্গলবার অর্ধকুয়ারিতে বৈষ্ণোদেবীর পথে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে ধস নামে। ধসে চাপা পড়ে ৫ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৪ তীর্থযাত্রী। নিখোঁজ একাধিক। এই ঘটনার জেরে বৈষ্ণোদেবী যাত্রা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ। ডোডায় মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে অন্তত ১০টি বাড়ি ভেসে গিয়েছে। জল জাতীয় সড়কের উপর দিয়ে বইছে।