Howrah Train Cancel | সপ্তাহান্তে ১১টি ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে! দেখে নিন তালিকা

৯ তারিখ হাওড়া ডিভিশনের একাধিক রুটে ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। বিবৃতি দিয়ে সে কথা জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।
পূর্ব রেল সূত্রে খবর, ৯ তারিখ হাওড়া ডিভিশনের একাধিক রুটে ১১টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের সূচিতেও বদল আনা হয়েছে। এদিন বাতিল থাকছে যে সমস্ত ট্রেন = হাওড়া থেকে: 37055, 37249, 37363, 36823। ব্যান্ডেল থেকে: 37246, 37749। বর্ধমান থেকে: 36834। শেওড়াফুলি থেকে: 37056। আরামবাগ থেকে: 37364, 37396। কাটোয়া থেকে: 37748। 37365 হাওড়া থেকে আরামবাগ লোকাল আরামবাগের পরিবর্তে তারকেশ্বর পর্যন্ত যাবে। এছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
