Hooghly | চাষীকে খুন করে দেহ লোপাটের ঘটনায় ১৫ বছর পর দোষী সাব্যস্ত ১০ সিপিএম কর্মী! আশ্বস্ত গুড়াপ

Thursday, November 6 2025, 5:09 pm
highlightKey Highlights

ক্ষুদিরামের ছেলে সুনীল হেমব্রম বললেন, ‘এত দিন বাদে বিচার পেলাম।’


২০১০ সালের ১৮ মার্চ হুগলির গুড়াপের চাষী ক্ষুদিরাম হেমব্রমকে বন্ধুর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়। মৃতদেহ কুপিয়ে বস্তাবন্দি করে দু’কিমি দূরে নিয়ে গিয়ে ফেলেছিল আততায়ীরা। এ ঘটনায় দশ জন সিপিএম কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁদের বিরুদ্ধে খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। বিচারপর্ব চলাকালীন ২ জন অভিযুক্তের মৃত্যু হয় এবং বাকি আটজন জামিনে ছাড়া পান। ১৫ বছর পর সকলকে দোষী সাব্যস্ত করেছেন চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয়কুমার শর্মা। তাঁদের সর্বোচ্চ সাজার দাবি করেছেন এলাকাবাসী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File