Hockey asia cup 2025 | গুনে গুনে ৪ গোল! কোরিয়াকে উড়িয়ে হকি এশিয়া কাপ ঘরে আনলো ভারত
Sunday, September 7 2025, 5:37 pm

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে হকি এশিয়া কাপ জিতল ভারত।
২০১৭ সালে শেষবার এশিয়া কাপ জিতেছিল ভারত। চতুর্থবার হকি এশিয়া কাপ জিতল ভারতের ছেলেরা। ফাইনালে দাপটে খেলেছিল ভারত। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় টিম ইন্ডিয়া। ম্যাচের ৩১ সেকেন্ডে রিভার্স হিটে গোল করেন সুখজিৎ সিং। প্রথম কোয়ার্টার ভারত শেষ করে ১:০ গোলে। ভারতের হয়ে দ্বিতীয় গোল করে সঞ্জয়। তৃতীয় কোয়ার্টারে রাজিন্দরের পাসে বল পেয়ে দিলপ্রীত গোল করেন। শেষের দিকে আরেকটি গোল করে ফাইনালে এ বারের অন্যতম শক্তিশালী দল কোরিয়াকে ৪:১ গোলে পরাস্ত করে টিম ইন্ডিয়া।
- Related topics -
- খেলাধুলা
- দক্ষিণ কোরিয়া
- এশিয়া কাপ
- এশিয়া
- এশিয়ান চ্যাম্পিয়নস
- ভারতীয় হকি টিম
- হকি
- ভারতীয় হকি দল
- অ্যাড হকি ফেডরেশন