দেশ

Himachal Pradesh | হিমাচলে ৫০০ ফুট গভীর খাদে পড়লো গাড়ি, এক শিক্ষক সহ মৃত ৬

Himachal Pradesh | হিমাচলে ৫০০ ফুট গভীর খাদে পড়লো গাড়ি, এক শিক্ষক সহ মৃত ৬
Key Highlights

হিমাচল প্রদেশে রাত সাড়ে ৯টা নাগাদ ভানজরাডু চানওয়াস রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন।

বৃহস্পতিবার রাতে হিমাচলের চাম্বা জেলার তিসা মহকুমার চানওয়াস এলাকায় একটি সুইফট গাড়ি ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। গাড়িতে সরকারি স্কুল শিক্ষক রাজেশ কুমার চানওয়াস, তাঁর স্ত্রী, তাঁর শ্যালক এবং ছেলে (১৫) ও মেয়ে (১৭) ছিল। বানিখেতের একটি বোর্ডিং স্কুল থেকে ছেলেমেয়েকে আনতে গিয়েছিলেন তিনি। গাড়িতে তাঁদের গ্রামের এক বাসিন্দাও ছিলো। লিফট নিয়েছিলেন তিনি। রাত সাড়ে ৯টা নাগাদ ভানজরাডু চানওয়াস রাস্তায় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৬ জনেরই মৃত্যু হয়েছে। প্রাথমিক অনুমান, গাড়ির চাকা পিছলে যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে।