Gurugram | ভেন্টিলেশনে ভর্তি থাকা মহিলা এয়ার হোস্টেসকে যৌন নিগ্রহ! অভিযোগ হাসপাতালের কর্মীর বিরুদ্ধে!
Wednesday, April 16 2025, 6:27 am

ভেন্টিলেশনে ভর্তি থাকা মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠলো হাসপাতালেরই এক কর্মীর বিরুদ্ধে।
ভেন্টিলেশনে ভর্তি থাকা মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠলো হাসপাতালেরই এক কর্মীর বিরুদ্ধে। জানা গিয়েছে, গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে ভর্তি ছিলেন ৪৬ বছরের মহিলা এয়ার হোস্টেস। অভিযোগ, সেই সময়ে অজ্ঞাতপরিচয় একজনের স্পর্শ অনুভব করেন তিনি। ভেন্টিলেশনে থাকায় চিৎকার করা কিংবা বাধা দিতে পারেনি। তবে স্পর্শ যে সঠিক ছিল না, তা অনুভব করতে পেরেছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে হাসপাতালের বিরুদ্ধে FIR দায়ের করে গুরুগ্রাম পুলিশ। হাসপাতালের CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
- Related topics -
- দেশ
- ভারত
- ক্রাইম
- যৌন হেনস্তা