Gujarat | SIR-এর কাজের প্রবল চাপ, সুইসাইড নোট লিখে ‘আত্মঘাতী’ গুজরাটের শিক্ষক!
Friday, November 21 2025, 2:05 pm
Key Highlightsউদ্ধার হওয়া সুইসাইড নোটে ৪০ বছরের ওই যুবক লিখেছেন, এসআইআরের কাজের প্রবল চাপ তিনি নিতে পারছেন না।
গুজরাটের গির সোমনাথ জেলায় কাজের চাপে সুইসাইড করলেন এক শিক্ষক। মৃত ওই বিএলও কর্মীর নাম অরবিন্দ মুলজি ভাধের। নিজের সুইসাইড নোটে তিনি লিখেছেন, ‘আমার দ্বারা এসআইআরের কাজ করা আর সম্ভব নয়। গত কয়েকদিন ধরে প্রবল কাজের চাপ ও মানসিক চাপে আমি বিধ্বস্ত। তুমি নিজের ও সন্তানের যত্ন নিও। আমি তোমাদের দু’জনকে ভীষণ ভালোবাসি। কিন্তু আমার কাছে এখন আর কোনও বিকল্প নেই। বাধ্য হয়েই আমাকে এই কাজ করতে হচ্ছে।’ এঘটনায় ফের বিএলওদের প্রবল কাজের চাপ ও কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠে গেল।

