Bangladesh । বাংলাদেশে হিন্দু সাংবাদিকের মা ও বাবাকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা, আহত আরও ১
বাংলাদেশের ফরিদপুরে এক হিন্দু সাংবাদিকের বাবা-মাকে ধারাল অস্ত্রের কোপ দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর থেকে হিংসার আগুন কিছুতেই কমছেনা। এবার বাংলাদেশের ফরিদপুরে এক হিন্দু সাংবাদিকের বাবা মাকে ধারালো অস্ত্রের কোপ দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই হামলায় তাঁদের বাড়িতে থাকা এক নাবালিকা তরুণীও আহত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর , সাংবাদিকের বাবা শ্যামলেন্দু বসু (বয়স ৬৮ বছর) একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ছেলে সৌগত বসু ঢাকার একজন সাংবাদিক। অনুমান, গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ হামলা চালানো হয়। শ্যামলেন্দুবাবুর অবস্থা আশঙ্কাজনক।