East Burdwan | নাবালিকাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ, কাঠগড়ায় ৪ স্কুল পড়ুয়া সহ ৬
Friday, November 21 2025, 2:36 pm
Key Highlightsলাগাতার নির্যাতনের জেরে অসুস্থ পড়ে নাবালিকা। তবে বাড়ি ফিরে লোকলজ্জার ভয়ে কাউকে কিছু জানায়নি।
পূর্ব বর্ধমানের আউশগ্রামে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যা নাগাদ বান্ধবীর সঙ্গে দোকানে কেনাকাটা করতে যাচ্ছিল নির্যাতিতা। সেসময় তাঁর পথ আটকায় ধৃতরা। অভিযোগ, দুপক্ষের কথা কাটাকাটি হতেই ৬ জন মিলে নাবালিকাকে পাশের জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। কাউকে কিছু বললেই নাবালিকাকে প্রাণে মারা হবে, এমন হুমকিও দেওয়া হয়েছিল। দুদিন আগে ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ৪ জন নাবালক এবং স্কুল পড়ুয়া।
- Related topics -
- রাজ্য
- পূর্ব বর্ধমান
- বর্ধমান
- গণধর্ষণ
- ধর্ষণ
- নির্যাতন
- যৌন হেনস্তা
- গ্রেফতার

