Madhya Pradesh | বিষাক্ত কফ সিরাপ খেয়ে ১৪ দিনে ৯ শিশুর মৃত্যু! পরীক্ষার জন্যে সিরাপ খেয়ে জ্ঞান হারালেন চিকিৎসকও
Friday, October 3 2025, 2:50 pm

গত কয়েকদিন ধরেই মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং রাজস্থানের সিকার এলাকায় পরপর শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে।
মধ্যপ্রদেশে ওষুধ আতঙ্ক। মাত্র ১৪ দিনের মধ্যে বিষাক্ত কফ সিরাপ খেয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং রাজস্থানের সিকার এলাকায় এই শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। জানা যায় গত এক মাস ধরে ওই এলাকার শিশুদের শরীরে জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছিলো। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি সাধারণ ওষুধের সঙ্গে কাশির সিরাপ প্রেসক্রাইব করছিলেন। আর ওই কফ সিরাপের জেরেই রাতারাতি কিডনি বিকল হয়ে গিয়ে মৃত্যু হয়েছে শিশুদের। এমনকি কফ সিরাপ পরীক্ষা করার জন্য ওই সিরাপ খেয়ে জ্ঞান হারিয়েছেন চিকিৎসকও।