Chhattisgarh | ছত্তিসগড়ের ‘রেড করিডোর’-এ অভিযান সেনার, গুলির লড়াইয়ে খতম ৫ মাওবাদী

অবুঝমাড়ের গভীর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে পাঁচ মাওবাদী।
ভারতীয় সেনার নেতৃত্বে বস্তার অঞ্চল জুড়ে চলছে মাও বিরোধী অভিযান। প্রশাসন সূত্রে খবর, শুক্রবার ভোরে ছত্তিসগড়ের ‘রেড করিডোর’ অবুঝমাড়ের গভীর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই হয়। পূর্ব বস্তার ডিভিশনে দান্তেওয়াড়া এবং নারায়ণপুর থেকে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) একটি যৌথদলের সঙ্গে লড়াইয়ে পিছু হটতে বাধ্য হয় মাওবাদীরা। খতম হয়েছে পাঁচ মাওবাদী। দান্তেওয়াড়ার এসপি গৌরব রাই জানিয়েছেন, “ঘন জঙ্গল থেকে এখনও বেশ কয়েকজন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়নি।”