Chhattisgarh | ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ! অভিযুক্ত ১৩ বছরের নাবালক!

Thursday, April 17 2025, 7:06 am
highlightKey Highlights

ইতিমধ্যে ওই নাবালককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।


৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ১৩ বছরের নাবালকের বিরুদ্ধে! শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। ছত্তীসগঢ়ের রায়পুরে গত সোমবার দুপুরে অভিযুক্ত নাবালক পাশের বাড়িতে ওই শিশুটিকে এক দেখতে পেয়ে চকলেটের প্রলোভন দেখিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। এরপর সেখানে শিশুটিকে ধর্ষণ করে অভিযুক্ত। পরে রাস্তার ধারে শিশুটিকে খুঁজে পাওয়া যায়। তাঁর জামা কাপড়ে রক্ত মাখা ছিল। শিশুটিকে জিজ্ঞাসা করায় অভিযুক্ত কিশোরের নাম বলে। ইতিমধ্যে ওই নাবালককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File