শহর কলকাতা

Bowbazar | বউবাজারে পুরোনো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি, "সব দোষ মেট্রোর"- অভিযোগ আহত বাসিন্দার

Bowbazar | বউবাজারে পুরোনো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি, "সব দোষ মেট্রোর"- অভিযোগ আহত বাসিন্দার
Key Highlights

বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুরোনো বাড়ির ছাদের একাংশ ভেঙে একজন আহত হন বলে খবর।

রবিবার দুপুর ১টা নাগাদ বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটি পুরোনো বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়েছে। এ ঘটনায় পাপ্পু সিং নামে বাড়ির একজন বাসিন্দা আহত হয়েছেন। কোমরে, মাথায় আঘাত লেগেছে তাঁর। আহতের অভিযোগ, মেট্রোর কারণে এই ঘটনা। তিনি জানান, মেট্রোর জন্য রোজ এই বাড়িগুলিতে ভাইব্রেশন হয়। কতৃপক্ষকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরে মেট্রোর তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে টিম পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ খতিয়ে দেখার পাশাপাশি ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করে বিষয়টি দেখা হবে।