রাজ্য

Deucha Panchami | ডেউচা পাঁচামিতে কনস্টেবলের চাকরি পেলেন আরও ৩০৬ জন জমিদাতা!

Deucha Panchami | ডেউচা পাঁচামিতে কনস্টেবলের চাকরি পেলেন আরও ৩০৬ জন জমিদাতা!
Key Highlights

আগে ৯০৫ জনকে জুনিয়র কনস্টেবলের চাকরির জন্য নিয়োগপত্র দেওয়া হয়। এবার ৩০৬ জনকে নিয়োগ করা হলো।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে ডেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমিদাতাদের জন্যে সরকার আর্থিক প্যাকেজ এবং যোগ্যতা অনুযায়ী মনোনীত সদস্যদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করার ঘোষণাও করা হয়। আগে ৯০৫ জনকে জুনিয়র কনস্টেবলের চাকরির জন্য নিয়োগপত্র দেওয়া হয়। এবার ৩০৬ জনকে নিয়োগ করা হলো। শনিবার পুলিশ সুপার আমনদীপ বলেন, ‘নিয়োগপত্র দেওয়া ৩০৬ জন ও আরও ২৮ জনকে ৮ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য ট্রেনিংয়ে পাঠানো হবে। তার পরেই তাঁরা বীরভূম জেলা পুলিশে চাকরিতে যোগদান করবেন।’