Bangladesh | নির্বাচনের ঘোষণা হতেই ১৭ বছর পর বাংলাদেশে ফিরছেন তারেক রহমান!

বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান।
বৃহস্পতিবার বাংলাদেশে গণভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এদিকে বিএনপি(BNP)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক। অবস্থা এতটাই খারাপ যে চিকিৎসার জন্যে তাঁকে বিদেশে স্থানান্তরিত করাও সম্ভব নয়। চিন থেকে চিকিৎসক এসেছেন বাংলাদেশে। জল্পনা ছিল মায়ের সাথে দেখা করতে বাংলাদেশে ফিরবেন তারেক রহমান। শুক্রবার, ১২ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন তারেক রহমান। ২০০৮ সালের পর তিনি বাংলাদেশে আসছেন।
