Bengaluru | গায়ের রং নিয়ে দেওয়া হতো খোঁটা! শ্বশুরবাড়ির অত্যাচারে আত্মঘাতী ইঞ্জিনিয়ার
Friday, August 29 2025, 4:37 am
Key Highlights২৭ বছর বয়সি ওই মহিলার বাপের বাড়ির অভিযোগ, তাঁর গায়ের রং নিয়েও শ্বশুরবাড়িতে অত্যাচার করা হতো
মঙ্গলবার রাতে দক্ষিণ বেঙ্গালুরুর সুদ্দাগুন্তেপাল্যায়ে থেকে এক ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ২৭ বছর বয়সি ওই মহিলার নাম শিল্পা। এ ঘটনায় শিল্পার স্বামী প্রবীণ এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে শিল্পার মা বাবা। তাঁদের অভিযোগ, যৌতুকের জন্য শিল্পাকে ক্রমাগত হয়রানি করা হতো। একই সঙ্গে তাঁর গায়ের রং নিয়েও কটূক্তি করা হতো। পুলিশের অনুমান, অত্যাচার এবং গঞ্জনা সহ্য করতে না পেরেই আত্মহত্যার করেছেন এই ইঞ্জিনিয়ার তরুণী। অভিযোগের ভিত্তিতে শিল্পার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
- Related topics -
- দেশ
- বেঙ্গালুরু
- আত্মহত্যা
- ইঞ্জিনিয়ার

