Odisha | যৌন নির্যাতন করেছেন অধ্যাপক, অভিযোগ করে কলেজ ক্যাম্পাসেই গায়ে আগুন লাগলেন ছাত্রী!

কলেজ কতৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় কলেজের মধ্যে গায়ে আগুন লাগিয়ে দেন দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া।
দেশের শিক্ষাঙ্গনগুলিতে একের পর এক নারী নিগ্রহের ঘটনা। এবার ওডিশার বালেশ্বরের এক কলেজে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। বালেশ্বরের এফ এম (অটোনমাস) কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ করে কলেজেরই এক ছাত্রী। ওই ছাত্রীর অভিযোগ, সমীর সাহু নামের সেই অধ্যাপকে তাঁকে যৌন নিগ্রহ করেছেন। কলেজ কতৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় কলেজের মধ্যে গায়ে আগুন লাগিয়ে দেন দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া। ছাত্রীর শরীরের ৯০% পুড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি ভুবনেশ্বর AIIMSএ ভর্তি আছেন। কলেজের অধ্যক্ষকে সাসপেন্ড করা হয়েছে।